শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
পুলিশের ওপর হামলা

বিএনপির ১৬৭ নেতা কর্মীর নামে মামলা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ের কালামপুর বাজারে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুরের ঘটনায় ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদসহ বিএনপির ১৬৭ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। হামলার শিকার ধামরাই থানার এএসআই আবদুস সোবহান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। আসামির মধ্যে ধামরাই উপজেলা বিএনপি সভাপতি তমিজ উদ্দিনও রয়েছেন। এ মামলায় গ্রেফতার রেজাউল করিম, জুয়েল ও মামুনকে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ। ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস জানান, গত বৃহস্পতিবার সকালে কালামপুর বাজারে বিএনপি নেতা-কর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের ওপর হামলা চালায়। তারা ভাঙচুর করে পুলিশের পিকআপ ভ্যান। এএসআই আবদুস সোবহানসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর