রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জামিনে এসে বাদীকে হত্যার হুমকি

থানায় সাধারণ ডায়েরি

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাকিল হোসেন নামে মানব পাচার মামলার এক আসামির বিরুদ্ধে। নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাদী ও তার পরিবারের। হুমকির ব্যাপারে বাদী খাজা শেখ শুক্রবার রাতে থানায় জিডি করেছেন। তদন্ত চলছে জানিয়েছে পুলিশ। জানা যায়, কালিয়া উপজেলার কদমতলা গ্রামের খাজা মিয়ার মেয়েকে ফ্রান্স নেওয়ার কথা বলে ভারতে পাচারের অভিযোগে ৬ ডিসেম্বর খুলনার হরিণটানা থানায় মামলা হয়। আসামি করা হয় শাকিল হোসেন, রাজিবুল ইসলাম রাজীব, রাকিবুল ইসলাম রাতুল, মমিনুল ইসলাম সাগর ও পিয়ারী বেগমকে। প্রধান আসামি শাকিলকে মামলার রাতেই গ্রেফতার করা হয়। ৯ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা হরিণটানা থানার এসআই রফিকুল ইসলাম। একই দিন আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। ২৭ ডিসেম্বর শাকিল জামিনে ছাড়া পান। মুক্ত হয়েই শাকিলসহ কয়েকজন মামলা তুলে নিতে বাদী খাজা মিয়া ও তার পরিবারের লোকজনকে চাপ দিচ্ছেন।

সর্বশেষ খবর