রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আলুর দামে খুশি কৃষক

নীলফামারী প্রতিনিধি

আলুর দামে খুশি কৃষক

একসময় ধান কেটে জমি ফেলে রাখতেন নীলফামারীর কৃষকরা। তবে বর্তমানে ওইসব খেতে আগাম জাতের আলু আবাদ করছেন তারা। এর ফলে একই জমিতে তিনটি ফসল উৎপাদন করতে পারছেন তারা। এবার আগাম জাতের আলু হেক্টরপ্রতি ফলন হয়েছে ১৫ মেট্রিক টন। বাজারে দাম ভালো থাকায় আলু চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষকরা জানান, জমি থেকে পাইকাররা আলু কিনে নিয়ে যাচ্ছেন ঢাকাসহ বিভিন্ন এলাকায়। জলঢাকা উপজেলার কৃষক আনোয়ার হোসেন বলেন, এবার আবহাওয়া ভালো থাকায় কীটনাশক স্প্রে করতে হয়নি। দেড় বিঘা জমিতে আলুর উৎপাদন খরচ হয়েছে ৩০ হাজার টাকা। আলু বিক্রি করার জন্য হাটে নিয়ে যেতে হচ্ছে না। পাইকাররা জমি থেকে আলু কিনে নিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জ উপজেলার কৃষক আমিনুর রহমান বলেন, ১ বিঘা জমিতে আলু লাগিয়েছি। ইতোমধ্যে আলু খেত থেকে তুলতে শুরু করেছি। গত বছর আলুর দাম কম ছিল, উৎপাদন খরচ বেশি ছিল। এবার আলুর বাজার দাম ভালো, ফলনও ভালো হয়েছে। নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, জেলায় এ বছর ২১ হাজার ৭১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে আগাম আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৮০০ হেক্টর। এর মধ্যে ৬৫৫ হেক্টর জমির আলু তুলেছেন কৃষক। এবার আগাম জাতের আলু হেক্টরপ্রতি ফলন হয়েছে ১৫ মেট্রিক টন।

সর্বশেষ খবর