রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিল মারবেন কাপড়ের মধ্যে, ব্যালট ভাঁজ করবেন এজেন্টের সামনে

উঠান বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতা

নাটোর প্রতিনিধি

সিল মারবেন কাপড়ের মধ্যে, ব্যালট ভাঁজ করবেন এজেন্টের সামনে, এজেন্ট যেন বুঝতে পারে আপনি কাকে ভোট দিলেন। এ কাজটা করলে আমাদের বিজয় নিশ্চিত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের শুকাস বাজারে উঠান বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহাবুর রহমান এসব কথা বলেন। তার এ বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাহাবুর ওই ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নৌকার প্রার্থীর এজেন্ট। বিষয়টি স্বীকার করে মাহাবুর বলেন, ‘আমার বক্তব্যের কিছু অংশ সঠিকভাবে তুলে ধরা হয়নি। আমি সুষ্ঠুভাবে, আইন অনুসারে ভোট দিতে বলেছি। ভোটারদের কেন্দ্রে আনার কথা বলেছি। কিন্তু এজেন্টের সামনে ব্যালট ভাঁজ করতে বলিনি বা কেন্দ্রে ঈগলের এজেন্টকে আসতে নিষেধ করিনি।’ নাটোর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। আর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সিংড়া উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম। বৈঠকে শুকাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। মাহাবুর আরও বলেন, ‘যে ব্যক্তি রুমের মধ্যে ব্যালট ভাঁজাবে আমরা বুঝে নেব সে আমাদের ভোট দিচ্ছে না। আমরা বুঝে নেব সে নৌকায় ভোট দেবে না। নৌকাকে যদি বিজয়ী করাতে চান, তাহলে তেইশ শ ভোটারের (শুকাশ কেন্দ্রে) কাছে আমার এ মেসেজ পৌঁছে দেবেন। যারা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন, তারা সেন্টারে আসবেন না।’ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বলেন, এমন বক্তব্যের জন্য মাহাবুর রহমানের শাস্তি হওয়া দরকার। তিনি উঠান বৈঠকে প্রকাশ্যে ভোটারদের এজেন্টের সামনে ব্যালট ভাঁজ করার কথা বলে নির্বাচনি আইন লঙ্ঘন করেছেন।

সর্বশেষ খবর