রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প ট্র্যাজেডি রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্প ট্র্যাজেডি রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানানো হয়েছে। ১৯৭২ সালের এই দিনে মহারাজা গিরিজানাথ উচ্চবিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা নিহত এবং অনেকে পঙ্গুত্ববরণ করেন। প্রতি বছর ‘৬ জানুয়ারি স্মৃতি পরিষদ’সহ বিভিন্ন সংগঠন দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছে। বর্তমান প্রজন্মকে এ কথা জানাতে বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানান তারা। গতকাল মহারাজা গিরিজানাথ উচ্চবিদ্যালয় চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে, মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান। সভায় ‘৬ জানুয়ারি স্মৃতি পরিষদের’ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু সভাপতিত্ব করেন। সুলতান কামাল উদ্দীন বাচ্চু, আবুল কালাম আজাদ, আলতাফুজ্জামান মিতা, লিয়াকত আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর