সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

খুলনা ও বগুড়ায় ছেলের কোলে চড়ে ভোট

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বগুড়া

খুলনা ও বগুড়ায় ছেলের কোলে চড়ে ভোট

বগুড়ায় ছেলের কোলে ভোট কেন্দ্রে এলেন বৃদ্ধা -বাংলাদেশ প্রতিদিন

খুলনার তেরখাদায় ছেলে রশিদ বিশ্বাসের কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন শতবর্ষী বৃদ্ধা টুকু বিবি। বার্ধক্যজনিত কারণে তিনি চলাফেরা করতে পারেন না। তারপরও ভোটে উচ্ছ্বাস প্রকাশ করতে কেন্দ্রে এসেছেন। গতকাল আজগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ছেলের কোলে চেপেই আবার বাড়ি ফিরে যান। ভোট দিয়ে আপ্লুত টুকু বিবি বলেন, ‘ভোট দিছি, ভোট দিয়ে এখন ভালো লাগিছে।’ এদিকে বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া মাদরাসা কেন্দ্রে ছেলের কোলে চড়ে এসে ভোট দেন নব্বই বছরের এক বৃদ্ধা। তাঁর নাম হামিদা বেগম। তিনি ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া মহল্লার বাসিন্দা। হামিদা বলেন, ভোটার হওয়ার পর থেকে সব নির্বাচনে ভোট দিয়েছি। আজ নির্বাচনের কথা শুনেই ছেলের কাছে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করি। ছেলে হাবিব আমাকে কোলে করে কেন্দ্রে আনে। এরপর পছন্দের মার্কা নৌকায় ভোট দিয়েছি। শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন জানান, বগুড়া-৫ আসনটি শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৫৫২ জন। এর মধ্যে শেরপুর উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪১ লাখ ৬৬ এবং নারী ১ লাখ ৪৭ হাজার ৮৩০ জন।

সর্বশেষ খবর