সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাচার দেওয়া পেট্রলের আগুনে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জেরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আবদুর রহিম (সাত মাস) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে শনিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দগ্ধ হয়েছেন শিশুর মা আসমা বেগম। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। অগ্নিদগ্ধ আসমা নড়াইল গ্রামের মোরাদ মোল্লার স্ত্রী। মোরাদ বলেন, আপন ভাই হোসাইন মোল্লার সঙ্গে আমার বিরোধ চলছিল। এর জেরে স্ত্রী আসমা ও সাত মাস বয়সের ছেলে আবদুর রহিমের শরীরে পেট্রল ঢেলে আগুন দেয় হোসাইন। শিশুপুত্র অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। গুরুতর আহত হয়েছে আসমা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

সর্বশেষ খবর