সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এজেন্ট হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে হাতাহাতি, প্রাণ গেল যুবকের

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

পাথরঘাটায় আরিফ (২৮) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী রাহিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় রাহিমা, শাশুড়ি পারভীন ও শ্বশুর হানিফকে আটক করেছে পুলিশ। পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। আরিফ কাকচিড়া ইউনিয়নের কামারহাটের আমজাদ হোসেনের ছেলে। রাহিমা বেগম বলেন, ‘পাথরঘাটা পৌরসভার  সুবর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম আমি। তিনি (স¦ামী) ভোট দিয়ে আমাকে কেন্দ্র থেকে বাড়ি নিয়ে আসেন। আমি কেন এজেন্ট ছিলাম এ নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মারা যান আরিফ।’ এক প্রতিবেশী জানান, দুপুরের পর হঠাৎ স্বামী-স্ত্রীর তর্ক হয়। মৃতের শ্বশুর-শাশুড়িও তর্কে জড়ান। পাথরঘাটা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রাহিমার কথামতে নৌকার এজেন্ট হওয়ায় মারধরের ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর