মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবিতে বিক্ষোভ

ফেসবুকে কমেন্টের জেরে মারধর

কুমিল্লা প্রতিনিধি

ফেসবুক পোস্টে কমেন্টের জেরে যুবককে মারধরের অভিযোগ উঠেছে লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ও তার ভাইয়ের বিরুদ্ধে। আহত যুবক লালমাইয়ের বাগমারা বাজারের পাশে পূর্ব অশোকতলার দেলোয়ার হোসেন। ঘটনার পর রাব্বি ও তার ভাইয়ের বিচার এবং সংগঠন থেকে বহিষ্কারের দাবিতে বাগমারা বাজারে জুতা মিছিল করেছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা। গতকাল এ তথ্য জানান আহত যুবকের চাচা বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মোহন। তিনি বলেন, বাগমারা কেন্দ্রে ভোটার নম্বর বিতরণ করেন তার ভাতিজা দেলোয়ার। ফেসবুকের একটা পোস্টে কমেন্টের জেরে কেন্দ্রের সামনে তাকে বেধরক মারধর করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি ও তার বড় ভাই অভি। দেলোয়ার হোসেন বলেন, আমাদের বাড়ি পূর্ব অশোকতলায়। পাশের দত্তপুরের কিছু ছেলে আমাদের এলাকার ছেলেদের নানা কারণে প্রায়ই মারধর করে। এর প্রতিবাদ জানিয়ে ফেসবুকের পোস্টে কমেন্ট করি। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি বলেন, এটা তেমন বড় বিষয় নয়।

সর্বশেষ খবর