মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রেস্তোরাঁয় বসা নিয়ে দ্বন্দ্বে ববির ছয় শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নগরীর রূপাতলীতে বখাটেদের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। রূপাতলী বাস টার্মিনাল এলাকার একটি রেস্তোরাঁয় খাবার খেতে বসা নিয়ে দ্বন্দ্বে রবিবার বিকালে এ হামলা হয়। আহতদের মধ্যে চারজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের রাকিবুল হাসান, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, রসায়ন বিভাগের নাহিদ রাফিন, হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান বিভাগের হৃদয় হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলাম এবং ফারদিন খান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শরিফুল জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় তারা কয়েকজন রূপাতলী বাস টার্মিনালের একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে বসার পর স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কিছু অনুসারী দ্রুত খাওয়া শেষ করে টেবিল ছাড়তে বলে। দুর্ব্যবহারের প্রতিবাদ করায় তারা শিক্ষার্থীদের ওপর চড়াও হয়।

সর্বশেষ খবর