মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হুমায়ুন মাতুব্বর (৩০) নামে এক যুবকের ডান হাত বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নতুন মাদারীপুর এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। হুমায়ুন সদর উপজেলার লক্ষ্মীগঞ্জের রহমান মাতুব্বরের ছেলে। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতাল এবং পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, রাতে মাদারীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন হুমায়ুন। পথে একই গ্রামের আল আমিন, তার বাবা আলমগীর লোকজন নিয়ে হুমায়ুনের ওপর হামলা চালায়। তার শরীরের বিভিন্ন স্থান জখম করাসহ ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে। হুমায়ুনের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার মেডিকেল অফিসার ডা. আবু সফর হাওলাদার বলেন, হুমায়ুনের শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়েছে। ডান হাত বিচ্ছিন্ন হওয়ায় অবস্থা বেশি খারাপ হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, হামলাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। আহত হুমায়ুন ও অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে দুই ডজনের বেশি মামলা রয়েছে।

সর্বশেষ খবর