মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কাজ করেছি বলেই ভোট পেয়েছি : ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৪ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘এবারের ভোট হয়েছে কাজের বিনিময়ে ভোট কর্মসূচি। কাজ করেছি বলেই ভোট পেয়েছি। আমার বিপক্ষে লড়া হেভিওয়েট প্রার্থী কাজ করেননি তাই ভোট পাননি। মানুষ মার্কাটাকে যতটা না গুরুত্ব দিয়েছে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কাজকে। গতকাল বিকালে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ব্যারিস্টার সুমন আরও বলেন, আমার স্বপ্ন অনেক বড়, অনেক দূর যেতে চাই। সাধারণ মানুষের সব সমস্যা সমাধান করতে চাই। মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে এ জায়গায় নিয়ে এসেছে তা পূরণ করাই আমার লক্ষ্য।

 

সর্বশেষ খবর