বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিএনপির ২০ নেতা-কর্মীর নামে মামলা

কাউন্সিলরের কার্যালয়ে আগুন

ফেনী প্রতিনিধি

ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ২০ বিএনপির নেতা-কর্মীদের আসামি করে ফেনী মডেল থানায় মামলা করা হয়েছে। গত রাতে মামলাটি করেন ফেনী পৌরসভার মধ্যম রামপুরের বাসিন্দা শহীদুল ইসলাম। মামলার এজাহারে বিএনপি ও অঙ্গসংগঠনের ২০ নেতা-কর্মীর নাম উল্লেখ এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ফেনী সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় এখনো কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ।

সর্বশেষ খবর