বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কৃষকের বাগানে দুর্বৃত্তের হানা

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় কৃষকের ১০০ কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার পাকুড়িয়া গ্রামে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষক সাহাদত হোসেন সাধু সিংড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, এক বছর আগে কলা গাছগুলো রোপণ করি। গতকাল সকালে গিয়ে দেখি গাছগুলো মাটিতে পড়ে আছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর