বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গ্রামপুলিশ সদস্য হত্যায় মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দির চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গ্রামপুলিশ সদস্য রণজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে সোমবার বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপপরিদর্শক রাজিবুল ইসলাম জানান, এটি ক্লুলেস হত্যাকান্ড। আশা করছি দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে। এহাজার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বালিয়াকান্দির ইউএনওর নির্দেশে চর আড়কান্দি ভোট কেন্দ্রে যান রণজিৎ কুমার। পর দিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

সর্বশেষ খবর