বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আগুনে ১০ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল ভয়াবহ আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার মির্জাপুর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সন্তোষ দাসের টিনশেড মার্কেটের সুন্দরবন কুরিয়ার সার্ভিস দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকান ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্য এবং স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মুদি মাল, কনফেকশনারি, বিকাশ, কম্পিউটার, ওষুদের ফার্মেসি, কাঠের ফার্নিচার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ অন্যান্য দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। আগুনে ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন নিয়াজী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎপত্তি কিসে থেকে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর