বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রান্সফরমার চুরির হিড়িক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলার ভোলাহাটে বোরো মৌসুম শুরুর আগেই বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। যা গভীর নলকূপের সঙ্গে যুক্ত। এতে বোরো ধান চাষ নিয়ে কৃষকরা চরম হতাশায় ভুগছেন। কৃষকরা জানান, ৮ জানুয়ারি রাতে দলদলী ইউনিয়নের মোহম্মদপুর মৌজার মো. আবদুল করিমের ছেলে মো. জাহাঙ্গীর আলমের গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। যার আনুমানিক দাম ১ লাখ ৮০ টাকা।

ভোলাহাট পল্লীবিদ্যুৎ জোন সূত্রে জানা গেছে, গত বছরের মে মাস থেকে এখন পর্যন্ত উপজেলায় ১৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে। বিএমডিএ ভোলাহাট জোন সূত্র জানায়, কয়েক দিনের মধ্যে ৯১ ও ৯৬ গভীর নলকূপের পাঁচটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ভোলাহাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ালে চুরি কমবে।

সর্বশেষ খবর