শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মায়ের কোলে শিশু হত্যায় গ্রেফতার ২

নেত্রকোনা প্রতিনিধি

মায়ের কোলে শিশু হত্যায় গ্রেফতার ২

জেলার কলমাকান্দা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মায়ের কোলে থাকা শিশু হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- হাতেম আলীর ছেলে হানিফ মিয়া (২৭) ও সিরাজ আলীর ছেলে ফারুক মিয়া (২২)। উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে গতকাল ভোর ৪টার দিকে তাদের গ্রেফতার করা হয়। ময়মনসিংহ র‌্যাব-১৪-এর উপপরিচালক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতার দুজনের বাড়ি লক্ষ্মীপুর গ্রামে। তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরও জানায়, ওই ঘটনায় শিশুর বাবা আবদুল মালেক (৫০) বাদী হয়ে কলমাকান্দা থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর