শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মেয়ে হত্যার পর আত্মহত্যা চেষ্টায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদীতে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে মেহেনাজ আক্তারকে (১৫) বিষপানে হত্যার পর মায়ের আত্মহত্যা চেষ্টার ঘটনায় হত্যা মামলা হয়েছে। মেহেনাজের বাবা মাহাবুব হাওলাদার বুধবার রাতে মুলাদী থানায় এ মামলা করেন। আসামি করা হয়েছে কিশোরীর মা তাসলিমা বেগমকে। তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুলাদী থানার পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বুধবার স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এর পর মাহাবুব কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গেলে মেয়েকে বিষপান করিয়ে নিজেও একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন তাসলিমা।

সর্বশেষ খবর