শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়কে গাছ ফেলে ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্র ঠেকিয়ে এক সাংবাদিকের হাত-পা বেঁধে সঙ্গে থাকা টাকা ও মোটরসাইকেল লুট করে ডাকাতরা। হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করেন এলাকাবাসী। উপজেলার মাটিকাটা এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম কালিয়াকৈরের মাঝুখান এলাকার আবদুল জব্বারের ছেলে ও দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি। মৌচাক ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল আলম জানান, ওই সড়কে পুলিশের টিম টহলে ছিল। ঘটনার আগেও সেখানে টহল দিয়ে আসে। এরপরই সাংবাদিক এ ঘটনার শিকার হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর