শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হাত খরচ বাঁচিয়ে কম্বল বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নিম্নআয়ের মানুষের মধ্যে একটু উষ্ণতা ছড়িয়ে দিতে কম্বল বিতরণ করছেন শিক্ষার্থীরা। দান নয়, নিজেরা কিনে নিচ্ছেন এমন আত্মবিশ্বাস তৈরির জন্য প্রতিটি কম্বলের জন্য শীতার্তদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২ টাকা। নিজেদের পকেট খরচ বাঁচিয়ে জমানো টাকা দিয়ে অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে ‘বাস্তবায়ন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষার্থীরা গতকাল সকালে শহরের বিভিন্ন স্থান ঘুরে অসচ্ছল মানুষ খুঁজে খুঁজে কম্বল তুলে দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাশুক রহমান প্রান্ত, রাতুল আল মুবতাসিম, শাহারিয়ার বিপ্লব প্রমুখ। খরচ বাঁচিয়ে মানুষের কষ্ট লাঘবে করতে পেরে নিজেদের আত্মতৃপ্তির কথা জানান তারা।

সর্বশেষ খবর