শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের অবিদিয় মার্ডি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল গোবিন্দগঞ্জের কাটা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অবিদিয় মার্ডি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এ কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন- ফাদার স্যামসন মারান্ডী, ফিলিমন বাসকে, ফা. মাইকেল তিগ্গা, ফা. দিব্যান, প্রিশিলা মুরমু, বার্ণাবাস টুটু, সুফল হেমরম, আনিসুর রহমান মঈনুল, রেজাউল করিম প্রমুখ। ২০১৪ সালের ১১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডি কাটা মোড় এলাকায় নিহত হন।

সর্বশেষ খবর