শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

৩ হাজার শীতার্ত পেলেন বসুন্ধরার কম্বল

কুষ্টিয়া প্রতিনিধি

৩ হাজার শীতার্ত পেলেন বসুন্ধরার কম্বল

বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে কুষ্টিয়ায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুরু হয়েছে। প্রথম ধাপের প্রথম দিন গতকাল ৩ হাজার শীতার্তের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ ধাপে কুষ্টিয়ায় মোট ৭ হাজার কম্বল বিতরণ করা হবে। বসুন্ধরার কম্বল দেওয়া হবে এমন খবর পেয়ে শুক্রবার সকালেই কুষ্টিয়া জিলা স্কুলমাঠে ছুটে আসেন হতদরিদ্ররা। সকাল ১০টায় বিতরণ অনুষ্ঠানে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানার ওসি সোহেল রানা, বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান প্রমুখ। কম্বল পেয়ে অসহায় মানুষগুলো দারুণ খুশি। তারা বসুন্ধরা গ্রুপের কল্যাণ এবং গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এমডি সায়েম সোবহান আনভীরের দীর্ঘায়ু কামনা করেন। এ ধরনের কাজের প্রশংসা করে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে এমন উদ্যোগ খুবই কার্যকরী। সরকারের সামাজিক সুরক্ষা কর্মকান্ডকে এগিয়ে নিচ্ছে বসুন্ধরা গ্রুপ। সদরের ইউএনও পার্থ প্রতীম শীল বসুন্ধরার মতো অন্যদেরও জনকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ খবর