শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

খাল দখল করে পাকা স্থাপনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খাল দখল করে পাকা স্থাপনা

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর-শরিকল খালের একাংশ অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি প্রবাহে বাধার সৃষ্টি হবে বলে আশঙ্কা স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু জানান, খালের বাটাজোর হাট সংলগ্ন এলাকার একাংশ দখল করে স্থাপনা নির্মাণ করছেন জাকির হোসেন ও করিম তালুকদার নামে দুজন। উপজেলা প্রশাসন থেকে খাল দখল না করতে তাদের মৌখিক নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করা হয়েছে। বাটাজোর ইউপি চেয়ারম্যান আবদুর রব হাওলাদার বলেন, স্থানীয়দের মৌখিক অভিযোগের ভিত্তিতে ইউপি সচিবকে ঘটনাস্থলে পাঠিয়ে খালের জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ করতে বলা হলেও দখলকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। জাকির হোসেনের ছেলে তসলিম হোসেন খাল দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, কোনো স্থাপনা নয়, পাশের পাকা ভবন ধসে পড়ার আশঙ্কায় খালের পাশে গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ্ খান বলেন, খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। তারা নির্দেশ উপেক্ষা করলে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।

সর্বশেষ খবর