শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ১০ জন আহত হন। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলগী ইউনিয়নের ছোটখার দিয়া গ্রামের সানু মাতব্বরের দলের সঙ্গে একই গ্রামের কাওসার মাতব্বরের দলের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। আহত অহিদ মাতব্বর জানান, আমরা আমাদের গ্রামের কাজির বাজার এলাকায় গেলে প্রতিপক্ষ শানু মাতব্বরের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায় ও কুপিয়ে জখম করে। ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় ১৬ জনকে আসামি করে আহত কাওসার মাতব্বরের ভাই আইয়ুব মাতব্বর মামলা করেছেন।

সর্বশেষ খবর