শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

খাল দখলমুক্ত করার দাবি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জে খাল দখল করে ঘের করার প্রতিবাদ এবং খালটি দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবিতে মানববন্ধন হয়েছে। পঞ্চকরণ ইউনিয়নের দরগাবাড়ি খাল উন্মুক্ত করার জন্য গতকাল এ কর্মসূচি পালন করেন দুই গ্রামের ৩ শতাধিক কৃষক পরিবারের সদস্য। স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক মজুমদার বলেন, জনসাধারণের চলাচলের জন্য দরগাবাড়ি খালে বাঁধ দেওয়া হয়েছিল। সেখানে কেউ মাছ চাষ করছে কিনা তা জানা নেই। ইউএনও এসএম তারেক সুলতান বলেন, পঞ্চকরণের খালের বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ, খালের পানিপ্রবাহ বন্ধ থাকায় খারইখালী ও পঞ্চকরণ গ্রামের ৫০০ পরিবার বর্ষা মৌসুমে ৩-৪ মাস পানিবন্দি থাকেন। অনাবাদি থাকে বহু জমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর