শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কয়ায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়েছেন। কয়া ইউনিয়নের বেড় কালোয়া মোড়ে গতকাল এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালোয়া গ্রামের কেঁদো শেখের ছেলে জিয়ার হোসেন (৪৫) ও আলতাফ হোসেন (৫০)। তাদের ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ‘পূর্বশত্রুতা ও সামাজিক দ্বন্দ্বের জেরে হামলা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  স্থানীয়রা জানান, বেড় কালোয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল খালেকের সঙ্গে কেঁদো শেখের ছেলেদের ১০-১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে প্রায়ই সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর