শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

অসহায় বৃদ্ধার জীর্ণ ঘরে ইউএনও

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের কাজল গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দা বৃদ্ধা হেমরমের (৭১) স্বামী পালু মুরমু ছয় বছর আগে মারা যান। তাদের এক ছেলে ও চার মেয়ে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে বুদু মুরমুর সংসারে থাকেন তিনি। ছেলের একার উপার্জনে সংসার চালানো দায়। অভাব অনটন লেগেই থাকে। এসব থেকে মুক্তির জন্য মানুষের কাছে হাত না পেতে হেমরম শাকপাতা কুড়িয়ে বিক্রি শুরু করেন। কনকনে শীত উপেক্ষা করে শরীরে একটি মাত্র চাদর পেঁচিয়ে বীরগঞ্জ পৌর বাজারে শাক বিক্রি করতে এসেছেন হেমরম এমন ছবি গতকাল স্থানীয় সংবাদকর্মীর ফেসবুকে দেখেন বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহী। তৎক্ষণাৎ তিনি বৃদ্ধার বাড়িতে ছুটে যান। শীত নিবারণের জন্য পরিবারকে দেন কম্বল। জীর্ণ ঘর মেরামতে করেন আর্থিক সহায়তা।

আবেগাপ্লুত হয়ে হেমরম বলেন, জীবনের শেষ বেলায় ইউএনওর দেখা পাইছি। আমার আর কিছু চাওয়ার নাই। ইউএনও ফজলে এলাহী বলেন, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি।

সর্বশেষ খবর