শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বোমা মোতালেবের ভাগনে আটক

নির্বাচনি সহিংসতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-৫ আসনে নির্বাচনোত্তর একাধিক সহিংসতা ও মারধরের ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে নৌকার সমর্থক আমিরুল ইসলাম আকন্দকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে বেলকুচি উপজেলার চালা এলাকা থেকে তাকে আটক করা হয়। আমিরুল উপজেলার সুবর্ণসাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। তিনি নির্বাচনের আগে বোমা বিস্ফোরণে ফজলু শেখ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি আবদুল মোতালেব সরকারের ভাগনে। সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন জানান, নির্বাচনের পর থেকে বেলকুচিতে বেশ কয়েকটি সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে।

এসবে জড়িত সন্দেহে আমিরুল ইসলাম আকন্দকে আটক করে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে স্থানীয়রা জানিয়েছেন, আমিরুল ইসলাম বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল বেলকুচি পৌর শাখার সভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল মমিন মন্ডল নৌকা প্রতীক পাওয়ার পর আমিরুল আওয়ামী লীগে যোগ দিয়ে বেপরোয়া হয়ে ওঠেন।

বেলকুচি থানার ওসি মো. আনিছুর রহমান জানান, নির্বাচনের পর সংঘর্ষের ঘটনায় পাঁচ-ছয়টি মামলা হয়েছে। কোনো মামলার এজাহারে তার নাম নেই। তবে সন্দিগ্ধ আসামি তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর