রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চাঁদপুরের বিভিন্ন বাজারে দেদার জাটকা বিক্রি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের বিভিন্ন বাজারে দেদার জাটকা বিক্রি

জাটকা ইলিশ নিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতা -বাংলাদেশ প্রতিদিন

চাঁদপুর শহরে, পাড়া মহল্লায় ও বিভিন্ন বাজারে দেদার বিক্রি হচ্ছে জাটকা। ক্রেতারাও কম দামে এসব জাটকা ক্রয় করছেন। জাটকা বিক্রি করা অপরাধ, তা মনেই করছেন না বিক্রেতারা। গতকাল শহরের পালবাজার গেট, বিপনীবাগ, বিষ্ণুদী রোড, ওয়ারলেছ বাজার ও বিভিন্ন গলিতে ফেরি করে জাটকা বিক্রি করতে দেখা গেছে।

জাটকা বিক্রেতা আবদুল কাদের মিজি জানান, তিনি এসব জাটকা বহরিয়া থেকে কিনে এখানে বিক্রি করছেন। ছোট সাইজের জাটকা প্রতি কেজি ৩৫০ টাকা, আর একটু বড় সাইজের জাটকা প্রতি কেজি ৪৫০ টাকায় বিক্রি করছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জাটকাগুলোর সাইজ ৬-৭ ইঞ্চির বেশি হবে না। চাঁদপুর সদর সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সারা বছরই জাটকা ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা সম্পূর্ণ নিষেধ। মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। যেসব জাটকা বিক্রি করতে দেখছেন, এর বেশির ভাগ দক্ষিণাঞ্চলের জেলেরা আহরণ করে বিক্রির জন্য চাঁদপুরে নিয়ে আসে। চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, জাটকা ধরার বিষয়টি আমাদের নলেজে এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত ছিল। এখন আমরা পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করব। জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং চলানো হচ্ছে। খুব শিগগিরই জাটকা ও বিভিন্ন দেশি প্রজাতির ছোট মাছ রক্ষায় বেহুন্দী জালসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে কম্বিং অপারেশন পরিচালনা করা হবে।

সর্বশেষ খবর