শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নড়াইল ও শরীয়তপুরে দুজনকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচে গৃহবধূর লাশ

প্রতিদিন ডেস্ক

নড়াইল ও শরীয়তপুরে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর নিচে পাওয়া গেছে গৃহবধূর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-

নড়াইল : জমি নিয়ে বিরোধের জেরে লোহাগড়ায় ওলিয়ার মোল্যা (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার চরদিঘলিয়া গ্রামে গতকাল সকাল ৮টার দিকে এ হত্যাকান্ড ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে। নিহতের স্ত্রী আছমা বেগম ও পরিবারের সদস্যরা জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে পঞ্চপল্লীর ফিরোজ, মফিজ, রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। ঘটনার সময় ওলিয়ার বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমাার রায় জানান, পুলিশ ওলিয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শরীয়তপুর : জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার মেছের আলী মুন্সির কান্দি গ্রামে দাউদ খান (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে দাউদ খানের বাড়িতে এ হত্যাকান্ড ঘটে। স্থানীয়রা একই গ্রামের নুরুল ইসলাম মাদবরের ছেলে মোজাম্মেলকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মোজাম্মেলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছে দাউদ খানের পরিবারের। খুনের পর স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে মোজাম্মেলকে আটক করে থানায় সোপর্দ করেন। কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় নাছিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মুলগ্রাম ইউনিয়নের একটি ব্রিজের নিচ থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, ওই গৃহবধূকে তার স্বামী হত্যা করে লাশ ব্রিজের নিচে ফেলে গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ। নাছিমা মুলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে ও সদর উপজেলার সুলতানপুরের লিটন মিয়ার স্ত্রী।

সর্বশেষ খবর