রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে বাধা

ভোলা প্রতিনিধি

ভোলায় পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার চরফ্যাশন উপজেলার চর আফজাল গ্রামে মো. রতন তফাদার নামে ওই বৃদ্ধের মৃত্যু হলে তার লাশ দাফনে বাধা দেন সন্তানরা। সারা দিন গড়িয়ে রাতে স্থানীয়দের সমঝোতায় লাশ দাফন করা হয়। চর মাদ্রাজ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন কিবরিয়া জানান, ওই ব্যক্তি দুটি বিয়ে করেন। তার দুই স্ত্রীর ঘরে ১৫ সন্তান আছে। মৃত্যুর আগে তিনি কিছু জমি প্রথম স্ত্রীর ছেলে ও মেয়ের কাছে বিক্রি করেন কিন্তু দলিল সম্পাদন করেননি। পরে তার সমস্ত সম্পত্তি ১১ সন্তানকে লিখে দেন। এজন্য অন্য চার সন্তান কেনা জমি ও বাবার ওয়ারিশি সম্পত্তি বুঝে পেতে লাশ দফনে বাধা দেন।

সর্বশেষ খবর