শিরোনাম
রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জামিনে বের হয়ে হত্যা মামলা তুলে নিতে হুমকি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ১৯ মাস পর জেলহাজত থেকে জামিনে বের হয়ে আসামিরা হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে বাদী ও এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ২০২২ সালের ৫ মে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ার মাসুদ খাকে (৩৮) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম মামলা করেন। আসামি রঞ্জু হোসেন, দ্বীন ইসলাম, রাসেল ও গোলাম মোস্তফা লাবলু আদালতে জামিন নিতে গেলে তাদের আটক দেখানো হয়। ১৯ মাস হাজতবাস শেষে গত ১০ জানুয়ারি জামিনে মুক্ত হন। ওই দিন সন্ধ্যায় তারা দলবলসহ মোটরসাইকেল নিয়ে বাদীর বাড়ির সামনে এসে চিৎকার করে মামলা তুলে নিতে বলেন। না হয় হত্যার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে বাদী হাসিনা বেগম ও তার সন্তান হাসিন খান আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সর্বশেষ খবর