রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রাধিকার চায় প্রান্তিক জনগোষ্ঠী

গাইবান্ধা প্রতিনিধি

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইনসহ সাইবার নিরাপত্তার মতো উন্নত প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের অগ্রাধিকার দিতে হবে। গতকাল জেলার অবলম্বন কনফারেন্স রুমে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগের আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। স্মার্ট বাংলাদেশ ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়ুথ লিডার আদুরী রানী রবিদাস ও ফাতিমা জান্নাত রাইসা। প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবির তনু, শিক্ষক অঞ্জলী রানী দেবী প্রমুখ।

সর্বশেষ খবর