সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নেত্রকোনায় জমজমাট বাউল উৎসব

নেত্রকোনা প্রতিনিধি

হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির মূলধারা বাউল সংগীতকে ফিরিয়ে আনতে নেত্রকোনায় হয়েছে বাউল উৎসব। কেন্দুয়া উপজেলার দলপা গ্রামের ইটাউতা গ্রামে বিশিষ্ট বাউল সাধক ও মরমি কবি আবদুল মজিদ তালুকদারের ভিটায় উৎসব আয়োজন করে স্থানীয় বাউল সমিতি সংগঠন। শনিবার রাত ১০টায় শুরু হওয়া গান চলে ভোররাত পর্যন্ত।  হাঁড় কাঁপানো শীত উপেক্ষা করে  শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ মুগ্ধ হয়ে গান শোনেন। স্থানীয় বাউল শিল্পীদের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের তিনজন শিল্পীও উৎসবে গান পরিবেশন করেন।

সর্বশেষ খবর