সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
রেলওয়ের গুদামে চুরি

১২ দিনেও মামলা হয়নি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে রেলওয়ের গুদামের তালা ভেঙে মালামাল চুরির ১২ দিনেও থানায় মামলা হয়নি। ঘটনা ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। অনেকে মন্তব্য করেছেন, মামলা হলে তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসবে। আগেও এমন চুরির ঘটনা ঘটেছে কিন্তু ফাঁস হয়নি। ফলে চোরেরা অনায়াসে পার পেয়েছেন। এবার ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় ধামাচাপা দিতে শুরু হয়েছে তদবির। চুরি ও মামলা দায়েরে বিলম্বের বিষয়ে উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা জানান, বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উল্লেখ্য, চুরির ঘটনা ঘটেছে উপসহকারী প্রকৌশলীর (পথ/কারখানা) কার্যালয়ের গুদামে ২ জানুয়ারি রাতে। ওই দিন গুদাম পাহারায় ছিলেন নিরাপত্তাপ্রহরী বাদল শেখ। চোরেরা গুদামের তালা ভেঙে দুই বস্তা খুচরা যন্ত্রাংশ নিয়ে গেছে।

সর্বশেষ খবর