মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বড় বিলে ‘পলো বাওয়া’ উৎসব

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথ উপজেলার শৌখিন মাছ শিকারিরা যুগ যুগ ধরে পালন করছেন ‘পলো বাওয়া’ উৎসব। এবারও দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের বড় বিলে এ উৎসব হয়েছে। এটি ওই গ্রামের প্রায় ২০০ বছরের ঐতিহ্য বলে জানিয়েছেন স্থানীয়রা। নির্ধারিত দিন গতকাল ভোরে গ্রামের মানুষ দল বেঁধে পলো, কুচা, ঠেলা ও ছিটকি জালসহ মাছ শিকারের নানা সরঞ্জাম নিয়ে নামেন হাওরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর