মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ডাক বিভাগের ছয় কর্মকর্তা-কর্মচারীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

উনিশ বছর আগে সঞ্চয়পত্র ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করেছিলেন বলে কুড়িগ্রাম ডাকঘরের ওই সময়ের ছয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছিল। গতকাল ওই মামলার রায়ে তাদের ৯ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কুড়িগ্রাম প্রধান ডাকঘরের প্রাক্তন সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, সাবেক লেজার অপারেটর হাবিবুর রহমান, আবদুল মালেক, অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম ও মওদুদ হাসান।  রায় ঘোষণার সময় আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। পলাতক আসামি মওদুদ হাসান ও অশোক কুমার নাথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সর্বশেষ খবর