বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যায় পাঁচজনের মৃত্যুদন্ড

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন নিজাম বালী (৪৫), মোহাম্মদ আলী (৩৫), ওমর ফারুক বেপারী (২৪), আল আমীন বেপারী (২০) ও ইব্রাহীম মোল্যা (২১)। তারা ডামুড্যা উপজেলার দক্ষিণ সুতলকাঠীর বাসিন্দা। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা পলাতক।

এজাহারসূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ এপ্রিল নিখোঁজ হন ডামুড্যার ভূঁইয়াবাজার এলাকার ফিরোজা বেগম (৫৫)। ২১ এপ্রিল বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে বড় নওগাঁর একটি পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ফিরোজার ভাই লাল মিয়া ১৩ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। ফিরোজার ছেলে শাহ জালাল বলেন, ‘আমরা রায়ে খুশি। সরকারের কাছে দাবি দ্রুত যেন রায় কার্যকর হয়।’

সর্বশেষ খবর