বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ফুটওভার ব্রিজ দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি

ফুটওভার ব্রিজ দাবিতে মহাসড়ক অবরোধ

ফুটওভার ব্রিজ দাবিতে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, ৯ জানুয়ারি মহাসড়কের হাসানপুরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শহীদ নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হন। ওই দিনই আমরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলাম। এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আমাদের আবারও সড়ক অবরোধ করতে হয়েছে।

সর্বশেষ খবর