শিরোনাম
বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় ঢাকাগামী ট্রেনের ইঞ্জিন বিকল ও একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত বগিতে থাকা এক যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রী জামাল হোসেনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জামালের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরে। রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশীকাঁথা মেইল ট্রেন সোমবার দিবাগত রাত ১টার দিকে অভয়নগর উপজেলার আলীপুর পৌঁছায়। সেখানে অনুমোদনহীন রেলক্রসিংয়ে একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। রাত আড়াইটার দিকে আরেকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বিকল ইঞ্জিনটি সাড়ে তিন কিলোমিটার দূরে নওয়াপাড়া স্টেশনে টেনে নিয়ে যায়।

সর্বশেষ খবর