বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সোনারগাঁয়ে শুরু লোকজ উৎসব

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী এ মেলায় কারুশিল্পী প্রদর্শনী, লোকজীবন প্রদর্শন, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারি পণ্য সামগ্রীর প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। ১৯৯২ সাল থেকে প্রতিবছরই লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করা হয়। গতকাল এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। সংস্কৃতি সচিব খলিল আহমেদ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিদিন লোকজ মঞ্চে নানা অনুষ্ঠান হবে। এ মেলা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

অতিরিক্ত সচিব মো. ইমরুল চৌধুরী, সামসুল ইসলাম ভূঁইয়া, মাসুদুর রহমান মাসুম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর