বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কে মোটরসাইকেলে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই সড়কের আশপাশে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিচরণ এবং রাস্তা ও ব্রিজ-কালভার্ট নির্মাণের কারণে ঝুঁকি এড়াতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, গতকাল অনুষ্ঠিত উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, যেসব পর্যটক মোটরসাইকেল নিয়ে কেওক্রাডং ভ্রমণে আসছেন তাদের বাইক প্রশাসনের জিম্মায় রেখে গাড়িতে যাতায়াতের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত রবিবার কেওক্রাডং থেকে রুমায় ফেরার পথে অস্ত্রধারীদের হাতে অপহৃত হন পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা (৫০)। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে সড়কটি নির্মাণাধীন হওয়ায় মোটরসাইকেল নিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রাস্তার কাজ শেষ হলে এবং পরিস্থিতির উন্নতি হলে কাউকে এ সড়কে মোটরসাইকেল নিয়ে যাতায়াতে আর কোনো বাধা দেওয়া হবে না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর