বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীসহ ৪ প্রাণ

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বরিশাল, নেত্রকোনা ও ময়মনসিংহে এসএসসির এক পরীক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- হালুয়াঘাট  : বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ব্যাটারিচালিত অটোর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তামিম (১৭)  ও রাতুল (১৬) নামে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার দুই সহপাঠী। গতকাল দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ) আঞ্চলিক সড়কের দড়ি নগুয়া মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় বাসচাপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার কটকস্থল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী খাতুন (৮০) একই এলাকার বাসিন্দা। নেত্রকোনা : কলমাকান্দায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আশরাফুল আলম (১৮) নামের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্ত এলাকা রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল ওই এলাকার ওমর আলীর ছেলে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর