বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হোটেল মালিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি

হোটেল মালিকের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ঝিনাইদহে হোটেল রেস্তোরাঁ কনফেকশনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক নিতাই ঘোষের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে হোটেল রেস্তোরাঁ কনফেকশনারি মালিক সমিতি। এতে সমিতির সভাপতি আবিদুর রহমান লালু মিয়া, সুব্রত ঘোষ, অলিপ ঘোষসহ হোটেল মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির  দাবি জানান তারা। উল্লেখ্য, ৮ জানুয়ারি শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় নিতাই ঘোষকে মারধর করে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর