শিরোনাম
শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বেতন বৃদ্ধি দাবিতে শ্রমিক বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর উপজেলার সফিপুরে গতকাল সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ তাদের সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা জানান, সরকার সর্বনিম্ন বেতন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করলেও অনেক মালিকপক্ষ আগের বেতনেই সীমাবদ্ধ রেখেছে। বেতন বাড়ানো দাবি করলে তারা শ্রমিক নির্যাতন এবং চাকরিচ্যুতির হুমকি দেন। দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধ করা হবে বলে জানান। শিল্প পুলিশ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র জানান, শ্রমিকরা সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন দাবিতে আন্দোলন করেছেন। শান্তিপূর্ণভাবে তাদের বুঝিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর