শিরোনাম
শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সরকারি আশেক মাহমুদ কলেজ

কর্মকর্তাকে তুলে নিয়ে মারধর, ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের এক কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিসহ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে। বুধবার কলেজের প্রশাসনিক ভবনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার কলেজের হিসাবরক্ষক হেলাল উদ্দিন বৃহস্পতিবার দুজনের নাম উল্লেখ করে সদর থানা মামলা করেন। এ ঘটনায় দুজনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম ও সহসভাপতি নাদিমের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কলেজের কম্পিউটার কক্ষে যান। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে হিসাবরক্ষক হেলালউদ্দিনকে মারধর করে টেনেহিঁচড়ে কলেজ ক্যাম্পাস থেকে শহরের পৌর কবরস্থানে নিয়ে যান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে রেখে পালিয়ে যান। জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সর্বশেষ খবর