মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মুক্তিপণ দাবিতে নির্যাতন, আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় এক শিশু ও তার বাবাকে অপহরণ করে মুক্তিপণ দাবিতে গভীর রাত পর্যন্ত নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে মো. বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩) ও আ. মালেকের ছেলে মাসুদ (২২)। নির্যাতনের শিকার ব্যক্তির নাম সোহরাওয়ার্দী (৫৮)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ওসি এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর