মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফুলবাড়ীতে ইয়াবাসহ তিনজন আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ফুলবাড়ী উপজেলার শেখ হাসিনা ধরলা সেতু-২ এলাকার চেকপোস্ট থেকে তিনজনকে আটক করা হয়। তাদের কাছে পাওয়া যায় ১৮০ পিস ইয়াবা। আটকরা হলেন- লালমনিরহাট জেলার জয়হারী গ্রামের মাদক কারবারি লাভলু হোসেন, শিবরাম গ্রামের রাজু মিয়া ও রেজাউল করিম রাজু। পাশাপাশি মাদক পরিবহনে মোটরসাইকেলটিও জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রামে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর