বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভিজিডির চাল আত্মসাৎ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক নারীর ভিজিডি কার্ডের ১২ মাসের চাল তুলে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর নামে এ ব্যাপারে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। একই অভিযোগে মিন্টুর বিরুদ্ধে আগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হামিদা বেগম জানান, আমার নাম তালিকায় আছে কিন্তু কার্ড দেননি চেয়ারম্যান। আমি সঠিক বিচার চাই। বড়ভিটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এনামুল হক জানান, সব ইউপি সদস্য মিলে হামিদার কার্ডটি দেওয়ার জন্য চেয়ারম্যানকে অনুরোধ করেছি। তিনি অনুরোধ না শুনে চাল তুলে নেন। ইউপি চেয়ারম্যান বলেন, ওই নারীর চাল পরিষদে জমা আছে। তিনি এলে কার্ড ও চাল দিয়ে দেওয়া হবে। ইউএনও সিব্বির আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর